নিজস্ব প্রতিবেদক : রাজস্ব বোর্ডের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা কবি শাহাবুদ্দীন নাগরী (৬২) ও তার কথিত প্রেমিকা নুরানী আক্তার সুমীকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার পাঁচদিনের রিমান্ড শেষ হলে রোববার আসামিদের আদালতে তোলা হয়। এদিন তাদের আবারো ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলামের আদালত দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। নুরানী আক্তার সুমীর স্বামী কাজী নুরুল ইসলাম হত্যা মামলায় তারা এজাহারভুক্ত আসামি।
আদালতে শাহাবুদ্দীন নাগরীর পক্ষে জামিনের শুনানি করেন কাজী নজিবুল্লাহ হিরু। কিন্তু সুমীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত সুমির নিকট জানতে জান কিছু বলবে কি না। সুমি না বলেন।
গত ১৩ এপ্রিল নিউমার্কেট থানাধীন এলাকার এলিফ্যান্ট রোডের ১৭০/১৭১ ডোম-ইনো অ্যাপার্টমেন্টে ব্যবসায়ী নুরুল ইসলামকে তার নিজের বেড রুমের ফ্লোরে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পরের দিন ১৪ এপ্রিল নুরুল ইসলামের বোন শাহানা রহমান কাজল ভিকটিমের স্ত্রী ও স্ত্রীর বন্ধু শাহাবুদ্দীন নাগরীসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় কবি শাহাবুদ্দীন নাগরী এজাহারভুক্ত দুই নম্বর আসামি ছিলেন। এই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
১৭ এপ্রিল ভোর রতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে শাহাবুদ্দীন নাগরী তাঁকে গ্রেপ্তার করে পু্লিশ। পরে তাকে আদালতে হাজির করে জীজ্ঞাসাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনি খান শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।