শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে খোকা সিকদার বিজয়ী

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামীলীগের সভাপতি ও পদ্মাসেতু বাস্তবায়ন পরিষদের  চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার  বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৪৬ ভোট। তার নিকটতম  প্রতিদ্বন্দি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি  আঃ রব মুন্সি পেয়েছেন ৩৭০ ভোট।
সাধারন সদস্য নির্বাচিত হয়েছেন মিন্টু মোল্যা , এমডি নাসির উদ্দিন,  মিজানুর রহমান আলম বয়াতি,  এনায়েত উর রহমান ,আলী আহম্মেদ আলী  , আলমগীর হোসেন মুন্সি ,  নাসির উদ্দিন পাইক (বিনা প্রতিদ্বন্তিায়), হারুন রাঢ়ি,আনোয়ার হোসেন বালা,  আবুল মুনসুর আজাদ শামিম ,  শাকিল চৌধুরী ,জাকির হোসেন দুলাল ,কামরুজ্জামান উজ্জল  ও সাখাওয়াত হোসেন হাওলাদার। ২নং ওয়ার্ডে ২জন প্রার্থী  সমান সমান ভোট পাওয়ার কারনে কাউকেই নির্বাচিত ঘোষনা করা হয়নি,
সংরক্ষিত মহিলা  আসন-১ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন এড. রাশিদা মীর্জা ও ২নং আসনে এড. রওশন আরা। ৩নং আসনে কুহিনুর সুলতানা দোলা , ৪নং আসনে  হাবিবুন্নাহার নিপাা , ৫নং আসনে আসমা আকতার।