লেভেল ক্রসিংয়ে পার হচ্ছেন এক সাইকেল আরোহী, দু’দিক থেকে আসছে ট্রেন….

আন্তর্জাতিকডেস্ক: এক সাইকেল আরোহী পার হচ্ছিলেন রেলের লেভেল ক্রসিং। পর পর দু’দিক দিয়ে দু’টি ট্রেন। বরাত জোরে রক্ষা পেয়ে গেলেন ওই ব্যক্তি। জীবনের ঝুঁকি নিয়ে এ ভাবে পার হওয়ার দৃশ্য বন্দি হয়েছে। সেই ভিডিয়োই এখন ভাইরাল।

ইউরোপের নেদারল্যান্ডসের রেলওয়ে ইনফ্রাস্ট্রাকটার এজেন্সির তরফে প্রকাশ করা ভিডিয়োতে উঠে এল প্রহরীবিহীন রেল ক্রসিংয়ে বিপদের চিত্র। সেখানে দেখা যাচ্ছে, রেল ক্রসিংয়ের ধারে এলেন এক সাইকেল আরোহী। তখন একটি ট্রেন পাস করায় তিনি দাঁড়িয়ে অপেক্ষা করলেন। ট্রেনটি চলে যেতেই তিনি সাইকেল চালিয়ে রেল ট্রাক পার হচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তই বিপরীত দিক থেকে আরেকটি ট্রেন দুরন্ত গতিতে আসছিল। আরোহী বিপরীত দিক থেকে আসা ওই ট্রেনটিকে দেখতে পাননি। তিনি প্রাণপণে জোরে সাইকেল চালিয়ে পার হওয়ার চেষ্টা করেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা ট্রেনটি তার কান ঘেঁষে বেরিয়ে যায়। বরাত জোরে অল্পের জন্য বেঁচে যান ওই সাইকেল আরোহী। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।