তথ্য প্রযুক্তি ডেস্ক:
এই প্রথম লাল রঙের আইফোন আসছে। এটি হবে আইফোন ৭ এস এর বিশেষ এডিশন। এই ফোনটির শুধু রঙ পরিবর্তন করা হলেও অভ্যন্তরীণ কোনো পরিবর্তন আনা হবে না। এটি আগামী বছরের মার্চ কিংবা এপ্রিল মাস নাগাদ বাজারে পাওয়া যাবে। এ তথ্য জানিয়েছে অ্যাপলের তথ্য পরিবেশনকারী জাপানের ব্লগ সাইট ম্যাক ওতাকারা।
লাল রঙের নতুন আইফোন দেখতে আইফোন ৭ এর মতোই হবে। এটির প্রসেসর এবং অন্যান্য হার্ডওয়্যারে পরিবর্তন আনা হতে পারে। বিশেষ করে লাল রঙের আইফোনে ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহৃত হবে না। বিশেষ করে ওয়্যারলেস চার্জিং ব্যবহৃত হবে না।
লাল রঙের ‘আইফোন ৭এস’ এর শেপ ও গঠন আইফোন ৭ এর মতোই হবে। মূল ফোনের নকশা পরিবর্তন হবে না। এটি হবে আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস এর আপডেট। ফোনটিতে থাকবে, ৫.২ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। এতে হোম বাটন থাকবে না।