নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশন গঠনে বিএনপি রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে যুব জাগপা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফাইজুর রহমান।
‘মুক্তি আসে কোন পথে- সংগ্রাম ও রাজপথে’ শীর্ষক এ সভায় তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপি উন্মুক্ত-আলোচনার পথ খুলে দিয়েছে। এই সংকট আলোচনা ও সংলাপের মধ্যে দিয়েই সমাধান করতে হবে। অন্যথায় রাজনীতি উগ্রবাদীদের হাতে চলে যাবে। আর এটা দেশ ও রাজনীতিবিদদের জন্য খারাপ। আওয়ামী লীগকে এর দায়ভার নিতে হবে।
তিনি বলেন, বিএনপি পজেটিভ রাজনীতিতে বিশ্বাস করে, আর আওয়ামী লীগ নেগেটিভ রাজনীতির বিশ্বাসী। এ কারণে তারা পজেটিভ রাজনীতিতে ভয় পাচ্ছে। সুতরাং আওয়ামী লীগে যারা গণতন্ত্র ও রাজনীতিতে বিশ্বাস করে তারা খারাপ অবস্থার মধ্যে রয়েছে।
৫ জানুয়ারি ঘনিয়ে আসলে আওয়ামী লীগ দুর্বল হয়ে পড়ে উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র হত্যা দিবসে বিএনপিকে সমাবেশ করতে দিলে লাখো লাখো মানুষ রাস্তায় নেমে আসবে। এ কারণে বিএনপিকে সমাবেশের অনুমতি দিতে তাদের এত ভয়। নির্বাচনী কর্মসূচি করতে চাইলেই আওয়ামী লীগ ভয় পায় বলেও মন্তব্য করেন তিনি।