নিজস্ব প্রতিবেদক:
নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপ কতটা সফল হবে- সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় এই শঙ্কা প্রকাশ করেন তিনি।
এ সময় বিএনপি নেতাদের মনোভাব পরিবর্তনের পরামর্শ দিয়ে কাদের বলেন, সালিশ মানি, তালগাছটা আমার এই যদি বিএনপির নীতি হয়, তাহলে আজকের সংলাপ সফল হবে না।
তিনি বলেন, বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা আজকে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে সংলাপের জন্য। ৫ জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি যদি গণভবনে যেত, তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাস ভিন্ন হতে পারত।
সেতুমন্ত্রী কাদের বলেন, আমরা মহামান্য রাষ্ট্রপতিকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, মহামান্য রাষ্ট্রপতি বিএনপিকে ডেকেছেন নির্বাচনী সংলাপের জন্য।
তবে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপের ‘অভিজ্ঞতা’ সুখকর নয় মন্তব্য করে তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান যখন তাদের ডেকেছিলেন, তখন তারা গিয়েছিলেন, কিন্তু তখনও তাদের মনমত হয়নি। আজ বিএনপি যদি মনে করে, ‘সালিশ মানি, তালগাছটা আমার’ তাহলে সংলাপ সফল হবে না।
বিএনপি নেতাদের ‘বাস্তবসম্মত মনোভাব’ নিয়ে আলোচনায় যেতে হবে মন্তব্য করে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের কাছে মনে হয়, মহামান্য রাষ্ট্রপতি আমাদের অভিভাবক, তিনি অনেক উদার প্রকৃতির মানুষ। তিনি তার দায়িত্ব যথাযত ভাবে পালন করবেন।
বিএনপির সমালোচনা করে কাদের বলেন, দলটি এখন কি চায়, তা তারা ‘নিজেরাও জানে না। বিএনপি কি গণতন্ত্র চায়? তারা যখন বিরোধী দলে ছিলেন… জাতীয় সংসদ ১৬৯ দিন সক্রিয় থাকলেও বিএনপি এসেছিল ৪৫ দিন, আর বেগম জিয়া এসেছিলেন ৫ দিন।
সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীও বক্তব্য দেন।