আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার একটি বিমান রাডার থেকে ‘অদৃশ্য’ হয়ে গেছে।
কৃষ্ণসাগর তীরবর্তী শহর সোচি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বলে রাশিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, বিমানটিতে আরোহীর সংখ্যা ৭০ থেকে ১০০ জনের মধ্যে হতে পারে বলে প্রাথমিকভাবে বিভিন্ন সূত্রের খবরে বলা হচ্ছে।
অসমর্থিত এক খবরে বলা হচ্ছে, বিমানটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, যা সিরিয়ার লাটকিয়া প্রদেশের দিকে যাচ্ছিল। তবে এ বিষয়ে রাশিয়ার সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে উড্ডয়নের বিশ মিনিট পর বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।