নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হকিস্টিকের আঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। তার নাম আদনান (১৫)।
শুক্রবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান জানান, নিহত আদনান সপরিবারে উত্তরা ১২ নম্বর সেক্টরে থাকতেন। স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল ওই কিশোর। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল ৬টার দিকে ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় হকিস্টিকের আঘাতে আহত হয় আদনান। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আদনানকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও ওসি জানান।