নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিজয় সরণিতে যাত্রীবাহী বাসচাপায় মো. রফিক (৭৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন- নিহত রফিকের জামাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিট্রার মো. মফিজুল ইসলাম ডাবলু।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির এসআই বাচ্চু মিয়া জানান, ঢাবি থেকে সিএনজি চালিত অটোরিকশায় শ্বশুর রফিককে নিয়ে গাবতলী যাচ্ছিলেন ডাবলু। এ সময় শেরে বাংলা উড়োজাহাজ ক্রসিং এর সামনে গেলে একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশা চালকসহ তিনজনই আহত হন। আহতদের উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসক মো. রফিককে মৃত ঘোষণা করেন।