যে কীর্তিতে বলের সঙ্গী তাসকিন-মুস্তাফিজও

ক্রীড়া ডেস্ক : ওয়ানডে অভিষেকেই ইংল্যান্ডের জয়ের নায়ক জ্যাক বল। কাল তার বোলিং তোপেই তো সিরিজের প্রথম ওয়ানডেতে ৩১০ রান তাড়া করতে নেমে জয়ের আশা জাগিয়েওবাংলাদেশ হেরেছে ২১ রানে। বল ৫১ রানে নিয়েছেন ৫ উইকেট। কোনো ইংলিশ বোলারের এটাই অভিষেকে ৫ উইকেট পাওয়ার প্রথম ঘটনা। সব মিলিয়ে ১৩তম বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট-কীর্তি গড়লেন ডানহাতি এই পেসার।বাকি ১২ জনের মধ্যে আছেন বাংলাদেশেরও দুজন- তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।২০১৪ সালে মিরপুরে অভিষেকে ভারতকে ১০৫ রানে গুটিয়ে দিতে ২৮ রানে ৫ উইকেট  নিয়েছিলেন তাসকিন। ব্যাটিং ব্যর্থতায় ম্যাচটি বাংলাদেশ হেরে যাওয়ায় অভিষেকটা রাঙিয়ে রাখতে পারেননি ডানহাতি পেসার।মুস্তাফিজও অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন ভারতের বিপক্ষেই। ২০১৫ সালে মিরপুরে মুস্তাফিজ ৫০ রানে নিয়েছিলেন ৫ উইকেট। পরের ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট। প্রথম দুই ম্যাচই জিতে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ।প্রথম বোলার হিসেবে অভিষেকে পাঁচ উইকেট-কীর্তি গড়েছিলেন শ্রীলঙ্কার শাউল কারনাইন। ১৯৮৪ সালে মোরাতুয়ায় লঙ্কান মিডিয়াম পেসার নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে নিয়েছিলেন ৫ উইকেট।ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট

 শাউল কারনাইন (শ্রীলঙ্কা) ৫/২৬ প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ১৯৮৪

টনি ডোডেমাইড (অস্ট্রেলিয়া) ৫/২১ প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ১৯৮৮

অ্যালান ডোনাল্ড (দ. আফ্রিকা) ৫/২৯ প্রতিপক্ষ ভারত, ১৯৯১

চারিথা ফার্নান্দো (শ্রীলঙ্কা) ৫/৬৭ প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০০১

অস্টিন কডরিংটন (কানাডা) ৫/২৭ প্রতিপক্ষ বাংলাদেশ, ২০০৩

ফিদেল এডওয়ার্ডস (উইন্ডিজ) ৬/২২ প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০০৩

ব্রায়ান ভিটোরি (জিম্বাবুয়ে) ৫/৩০ প্রতিপক্ষ বাংলাদেশ, ২০১১

তাসকিন আহমেদ (বাংলাদেশ) ৫/২৮ প্রতিপক্ষ ভারত, ২০১৪

ক্রেইগ ইয়ং (আয়ারল্যান্ড) ৫/৪৬ প্রতিপক্ষ স্কটল্যান্ড, ২০১৪

মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৫/৫০ প্রতিপক্ষ ভারত, ২০১৫

কাগিসো রাবাদা (দ. আফ্রিকা) ৬/১৬ প্রতিপক্ষ বাংলাদেশ, ২০১৫

দুসান শানাকা (শ্রীলঙ্কা) ৫/৪৩, আয়ারল্যান্ড, ২০১৬

জ্যাক বল (ইংল্যান্ড) ৫/৫১ প্রতিপক্ষ বাংলাদেশ, ২০১৬