যেভাবে পিএসসি দিচ্ছে দু’হাত হারানো রাব্বি

একাত্তরলাইভ ডেস্ক: তার পুরো নাম রফিকুল ইসলাম রাব্বি। ১৪ বছরের এই ছেলে এখন সকলের প্রেরণার উৎস। দু’বছর আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিজের দুই হাত হারিয়েছিল সে। কিন্তু এই দুর্ঘটনা তাকে দমিয়ে রাখতে পারেনি। চলতি বছর দাঁতের ফাঁকে কলম রেখেই পিএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে রাব্বি। আর পরীক্ষায় ভালোভাবেই উত্তীর্ণ হবে সে, এমনটাই আশা করছেন তার স্কুলের শিক্ষকরা।
রাব্বির বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। তার বাবা বজলুর রহমান একজন দিনমজুর। তার পিএসসি দেয়ার কথা ছিল ২০১৬ সালে। কিন্তু পরীক্ষায় বসার মাত্র কয়েক সপ্তাহ আগে চরম দুর্ঘটনার শিকার হয় রাব্বি।

ওই বছর গত ৫ অক্টোবর টিফিনের ফাঁকে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় রাব্বি। তারা গিয়েছিল স্কুলের কাছে যেখানে ফুটব্রিজের কাজ চলছে তা দেখতে। সেখানে খোলা স্থানে রাখা ছিল হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার। তারই একটিতে অসাবধানতাবশত পা পড়ে রাব্বির। এই দুর্ঘটনা কেড়ে নেয় তার দুটি হাতই।