নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার ১নং প্যানেল মেয়র আব্দুল বাসেদ সরকারের পক্ষে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েব-উর-রহমান আশিককে ঘুষ দিতে গিয়ে ধরা পড়লেন প্যানেল মেয়রের প্রতিনিধি রাশেদ মিয়া।
পরে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান শামীমের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টায় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েব-উর-রহমান আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সারিয়াকান্দি পৌরসভায় কর্মী নিয়োগ করা হবে। এ নিয়োগের পক্ষে একমাত্র পৌরসভার মেয়র রয়েছেন। বিপক্ষে অবস্থান নিয়েছেন পৌরসভার সব কর্মচারী। আর এ ঘটনায় কেন মতানৈক্য দেখা দিয়েছে। এ ব্যাপারে তদন্তভার দেয়া হয় আমাকে।
পৌরসভার ১নং প্যানেল মেয়রের পক্ষে তার প্রতিনিধি রাশেদ মিয়া কার্যালয়ে এসে নিয়োগ স্থগিত করতে মতামত দেয়ার জন্য আমাকে ১৫ হাজার টাকা ঘুষ দিতে চান। এ সময় ট্রেজারি পুলিশ দিয়ে তাকে (রাশেদ মিয়া) হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান শামীম রাশেদ মিয়াকে ৭ দিনের কারাদণ্ড দেন বলে জানান ডা. তায়েব-উর-রহমান আশিক।