মোবাইলে শেয়ার কেনাবেচা চালু ৯ মার্চ

মোবাইল ফোনে শেয়ার কেনাবেচা সুবিধা চালু করছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী ৯ মার্চ থেকে মোবাইল ফোনে শেয়ার কেনাবেচা সুবিধা চালু হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ-সংক্রান্ত অ্যাপ্লিকেশন (অ্যাপ) সেবার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ডিএসইর জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বিষয়টি জাগো নিউকে নিশ্চিত করেছেন।
ডিএসই সূত্রে জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সেবাটি চালু হলে মোবাইল অ্যাপের মাধ্যমে বিনিয়োগকারীরা নিজেদের স্মার্টফোন ব্যবহার করে নিজেই শেয়ার কেনাবেচা করতে পারবেন। এছাড়া নিজের পোর্টফোলিওর অবস্থা জানতে এবং বিভিন্ন কোম্পানির শেয়ার দর পর্যবেক্ষণ করতে পারবেন।
এমনকি পছন্দের শেয়ার ক্রয়ের মনস্থির করলে যে দরে শেয়ারটি কিনতে চান তা নির্ধারণ করে দিলে নির্দিষ্ট ওই দরে শেয়ারদর উঠলে স্বয়ংক্রিয় অ্যালার্ট বার্তাও পাওয়া যাবে। একইভাবে বিক্রির সময় দর নির্ধারণ করে দিলে শেয়ারটির বাজার মূল্য ওই মূল্যে পৌছাতেই বার্তা পেয়ে যাবেন বিনিয়োগকারী।
ডিএসইর কর্মকর্তারা জানান, মোবাইল ফোনের মাধ্যমে শেয়ার কেনাবেচার সুযোগ নিতে হলে বিনিয়োগকারীকে নির্দিষ্ট অংকের মাসিক ভিত্তিতে সার্ভিস চার্জ দিতে হবে। আর নিজ নিজ ব্রোকারেজ হাউস থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড গ্রহণ করতে হবে। এছাড়া যারা একাধিক বিও হিসাব পরিচালনা করেন, তাদের প্রতিটি বিও হিসাবের জন্য পৃথক ইউজার আইডি ও পাসওয়ার্ড নিতে হবে।
ডিএসই সূত্রে জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে শেয়ার লেনদেনের লক্ষ্যে নতুন মোবাইল অ্যাপ ডেভেলপ করেছে ডিএসই। চলতি বছরের এপ্রিলে মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষামূলক লেনদেন কার্যক্রম শুরু করা হয়েছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এরই মধ্যেই এটি চালু করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ডিএসইর সদস্য কয়েকটি ব্রোকারেজ হাউসে বর্তমানে পরীক্ষামূলকভাবে অ্যাপসের মাধ্যমে লেনদেন চলছে। এ লক্ষ্যে ডিএসইর সার্ভারে কারিগরি উন্নয়নমূলক কাজ করা হয়েছে।
ডিএসইর লেনদেনকে আরো ত্বরান্বিত করতে এ মোবাইল অ্যাপস চালু করা হচ্ছে। ডিএসইর ওয়েবসাইটে কোম্পানির যেসব তথ্য দেওয়া হয়, সেগুলো আরো ভালোভাবে পাওয়া যাবে অ্যাপসের মাধ্যমে। এতে সহজেই কোম্পানির আর্থিক তথ্য বিবরণী পাবেন বিনিয়োগকারীরা।
এর আগে বিনিয়োগকারীদের কাছে সহজে ও দ্রততার সঙ্গে শেয়ারবাজার-সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে গত ২৫ নভেম্বর মোবাইল অ্যাপস `ডিএসই ইনফো` চালু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।