মেয়ের মুখ দেখেই বাংলাদেশে আসছেন কুক

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ড দল এখন বাংলাদেশে। কিন্তু টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক এখনো আসেননি।ব্যক্তিগত কারণেই তার আসতে বিলম্ব হচ্ছে। কারণ, তার স্ত্রী কন্যা সন্তান প্রসব করেছেন। সেই সন্তানের মুখ দেখে ইতিমধ্যে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন।আজ সোমবারের মধ্যেই তার বাংলাদেশে পৌঁছে যাওয়ার কথা রয়েছে। এসেই তিনি ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেবেন। আর বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দিবেন।বিসিবি একাদশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ইংল্যান্ড দল। কুক অবশ্য দুটি একটিতে অংশ নিতে পারেননি। তবে ফিরেই অনুশীলনে যোগ দেবেন তিনি।এশিয়াতে ৩১ বছর বয়সী অ্যালিস্টার কুকের রয়েছে ঈর্শ্বনীয় রেকর্ড। এশিয়া সফরে তার আটটি সেঞ্চুরি রয়েছে। যেখানে তার গড় ৬০ এর উপরে। দশ বছর আগে ভারতের বিপক্ষে অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। আর ২০১০ সালে বাংলাদেশ সফরে তিনি ঢাকা ও চট্টগ্রামে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। চট্টগ্রামে ১৭৩ রান করার পর ঢাকায় করেন অপরাজিত ১০৯ রান।