কক্সবাজার প্রতিনিধি : চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য জাফর আলমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে সুপারিশের সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কক্সবাজারের চকরিয়া পৌরসভার বর্তমান মেয়র ও নৌকার মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরীসহ তার কর্মীদের ওপর হামলার ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংসদ জাফরকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সরওয়ার উদ্দিনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
একই ঘটনায় সম্পৃক্ততা পাওয়ায় উপজেলা আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম লিটু ও ডুলহাজারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাসানুল ইসলাম আদরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
৮ জুন রাতে চকরিয়া পৌরসভা এলাকায় নির্বাচনী সভা চলাকালে সাংসদ জাফরের গাড়ি থেকে নেমে বর্তমান মেয়র ও নৌকার মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরীসহ তার কর্মীদের ওপর হামলা চালানো হয়।