নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধে নৌকা প্রতীক নিয়ে জয়ী হওয়ার জন্য মেয়র সেলিনা হায়াৎ আইভীকে অভিনন্দন জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়।
বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার ছেলে জয় ফেসবুকে এক স্ট্যাটাসে আইভীকে এ অভিনন্দন জানান।
নিচে জয়ের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তলে ধরা হলো-
“বিএনপির বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য মেয়র আইভীকে অভিনন্দন। তিনি প্রায় ৬০% এর কিছু বেশি প্রদত্ত ভোটের মাঝে, বিএনপির ২৯% এর বিপরীতে ৪২% এর মতো ভোট পেয়েছেন। এটা বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনগুলোর অন্যতম। এমনকি বিএনপিও এই নির্বাচনে অভিযোগ করার মতো কিছুই পায়নি।”