মুন্সীগঞ্জ-১ আসনে মাহী বি চৌধুরী বিজয়ী

মুন্সীগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে নৌকা প্রতীক নিয়ে মাহী বি চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

এ আসনে মাহী বি চৌধুরী নৌকা প্রার্থী হয়ে ২ লক্ষ ৮৬ হাজার ৬৮১ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন পেয়েছেনে ৪৪ হাজার ৮৮৮ ভোট।

এদিকে রোববার দুপুরে ঐক্যজোট প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। তার গ্রামের বাড়ি দোগাছিতে সাংবাদিক সম্মেলনে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।