মির্জাপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন মির্জাপুর উপজেলার ১৩ নং বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও গ্রামের মোগর আলীর ছেলে আবুল হোসেন (৪৭) এবং আবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (২২)।
বৃহস্পতিবার উপজেলার গোড়াই-সখীপুর-ঢাকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বেলা এগারটার দিকে গোড়াই থেকে রড ও সিমেন্ট ভর্তি একটি ট্রাক বাঁশতৈল যাওয়ার পথে বিপরীত দিকে থেকে আসা বৈদ্যুতিক খুঁটি ভর্তি একটি ট্রাক ঐ ট্রাককে চাপা দিলে বাবা ও ছেলে গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে আনা হলে দুপুরে তারা মারা যান।
পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।