মালদ্বীপকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক:
প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা। সোমবার ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ৬-০ গোলে মালদ্বীপকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। সাবিনা-কৃষ্ণারা প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল। হ্যাটট্রিক করেছেন সিরাত জাহান স্বপ্না। দুই গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। অন্য গোলটি নার্গিস খাতুনের।
এর আগের তিন আসরের দুটিতে সেমিফাইনালে উঠেও বাংলাদেশকে বিদায় নিতে হয়েছিল নেপালের কাছে হেরে। এবার ভারতকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ সেমিফাইনালে পায় অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ মালদ্বীপকে। মাঠেও বাংলাদেশের মেয়েরা প্রমাণ করেছেন মালদ্বীপের চেয়ে কতটা এগিয়ে তারা। একচেটিয়া প্রাধান্য বিস্তার করেই মালদ্বীপকে তছনছ করেছেন সাবিনা-স্বপ্নারা।
১১ মিনিটে সিরাত জাহান স্বপ্না এগিয়ে দেন বাংলাদেশকে। ২২ মিনিটে স্বপ্নাই ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৩ মিনিটের মধ্যে ব্যবধান ৩-০ করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৫১ মিনিটে নার্গিস খাতুনের গোলে হয় ৪-০। ৫৭ মিনিটে স্বপ্না হ্যাটট্রিক পূরণ করলে বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ ব্যবধানে। পেনাল্টি থেকে সাবিনা নিজের দ্বিতীয় এবং দলের ষষ্ঠ গোল করেন ৫৮ মিনিটে।
বুধবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। প্রথম সেমিফাইনালে ভারত ৩-১ গোলে হারিয়েছে নেপালকে। বাংলাদেশ ও ভারত গ্রুপ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। ৪ জানুয়ারি শিরোপার লড়াইয়ে ভারতেরই মুখোমুখি হবে বাংলাদেশ।