মহেশপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে অবৈধ ভাবে টিনের চিমনি দিয়ে ইটের ভাটা তৈরী আর কয়লার পরিবর্তে ভাটা গুলোতে কাঠ পোড়ানোর অপরাধে সোমবার দুপুরে খুলনার পরিবেশ অধিদপ্তরের ম্যাজিষ্ট্রেট ইশরাজ জাহান ৫টি ইটের ভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এ মসয় মহেশপুর উপজেলার ৭টি ইটের ভাটায় বিভিন্ন অনিয়মের কারনে ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
পরিবেশ অধিদপ্তরের ম্যাজিষ্ট্রেট ইশরাজ জাহান জানান, অবৈধ ভাবে টিনের চিমনি দিয়ে ইটের ভাটা তৈরী আর কয়লার পরিবর্তে ভাটা গুলোতে কাঠ পোড়ানোর অপরাধে মহেশপুরের পাতিবিলার র‌্যাডো ব্রিকম্,নস্তি গ্রামের শাকিল ব্রিকস্, নেপার মাসুম ব্রিকস, ভাষনপোতার সোবাহান ব্রিকস ও জিন্নহনগরের সোহাগ ব্রিকস্ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ৭টি ইটের ভাটা থেকে মোট ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী রওশর ইসলাম, পরিবেশ অধিদপ্তরের যশোরের সহকারী পরিচালক আতাউর রহমান, থানার এএসআই মুরাদ হোসেন ও কোটচাঁপুর ফায়ার সার্ভিসেরএকটি টিম।