মহানবীকে (স.) জড়িয়ে আপত্তিকর স্টাটাস দেওয়ায়, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী (সাঃ) কে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় পল্লব আহমেদ নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জ জেলার ঘিওর থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে জানান শিবালয় থানার ওসি মো. মনিরুল ইসলাম।

পল্লব আহমেদ জাবি শাখা ছাত্রলীগের বিগত কমিটির সহ-সম্পাদক ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের (আইবিএ) ৪০তম ব্যাচের এবং মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

গত ২৪ মে সকাল ৯টা ২৮ মিনিটে পল্লব আহমেদ তার নিজের ফেসবুক একাউন্ট থেকে জঙ্গিবাদের সঙ্গে মহানবীকে (স.) জড়িয়ে আপত্তিকর স্টাটাস দেন। পরে রাসুল (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরসহ সাধারণ শিক্ষার্থীরা তার বিচার দাবি করেন।

এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী ইমরান ফয়সাল তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় আশুলিয়া থানায় পল্লব আহমেদের নামে মামলা দায়ের করেন।

এ বিষয়ে শিবালয় থানার ওসি মো. মনিরুল ইসলাম সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন।