কে. এম. রুবেল, ফরিদপুর:
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী থেকে ফেনসিডিলের চালানসহ দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয়দানকারী মো. তারিকুজ্জামান ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে এঘটনা ঘটে।
আটক যুগান্তরের স্টাফ রিপোর্টার পরিচয়দানকারীর নাম মো. তারিকুজ্জামান। সে লক্ষীপুর জেলার দত্তপাড়া গ্রামের নুর হোসেনের পুত্র। আটক অপর সহযোগীর নাম আরাফাত হোসেন।
মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা একটি ডিএক্স করোলা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দুটি বস্তা থেকে ৪৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করি। এসময় চালকের আসনে থাকা যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয়দানকারী মো. তারিকুজ্জামান ও তার সহযোগী আরাফাত হোসেনকে আটক করা হয়।