ময়মনসিংহ প্রতিনিধি
জেলার ভালুকায় ছুড়িকাঘাতে যুবক খুনের ঘটনা ঘটেছে।নিহত যুবকের নাম রাজিব (২৫)। সে কলেজ রোড এলাকার ডা. আব্দুল মতিনের ছেলে।
পুলিশ জানায়, রবিবার রাতে ভালুকা ডিগ্রিকলেজ সংলগ্ন পৌর এলাকায় পূর্বশক্রতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজিবকে ছুরিকাঘাত করে তারই বন্ধু রাজিব। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে টিটু, দুলাল, ইসমাইল ও রাসেল নামে চার যুবককে আটক করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।