আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে ২২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
রোববার রাতে উত্তর প্রদেশের ব্যারেলির ২৪ জাতীয় মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষ হওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়।
সোমবার এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
রোববার রাত ১টা ১০ মিনিটের দিকে ওই দুর্ঘটনা ঘটে। ওই সময় দুই চালক ও সহকারীসহ বাসে যাত্রী ছিলেন ৩৮ জন।
নয়া দিল্লি থেকে বাসটি উত্তর প্রদেশের গন্ডা যাচ্ছিল। বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। দুর্ঘটনায় আরো ১৯ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বেরেলির জেলা হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক ডা. শৈলেশ রঞ্জন বলেন, সোমবার ভোর ৫.৪৫ মিনিটে আমরা ২২ জনের লাশ গ্রহণ করি। পুড়ে যাওয়ায় তাদের পরিচয় চিহ্নিত করা যায়নি। এমনকি তারা নারী না পুরুষ এটাও বোঝার উপায় নেই। -সংবাদমাধ্যম