বিনোদন ডেস্ক:
ভারতীয় চলচ্চিত্রের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে পাকিস্তান।
পাকিস্তানের চলচ্চিত্র পরিবেশকরা বলছেন তারা আগামীকাল সোমবার থেকেই আবারও ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন শুরু করবেন।
চলতি বছরের সেপ্টেম্বরে কাশ্মীর নিয়ে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি হলে পাকিস্তানি অভিনেতাদের ভারতীয় চলচ্চিত্রে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেন কজন চলচ্চিত্র নির্মাতা।
এরই জের ধরে গত সেপ্টেম্বর থেকেই ভারতীয় চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান।
কিন্তু এর ফলে পাকিস্তানে চলচ্চিত্র ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন।
কারণ পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র বেশ জনপ্রিয়। নিজেদের আরোপিত নিষেধাজ্ঞার কারণে বড় অংকের রাজস্ব ক্ষতির মুখে পড়েছে দেশটি।
পাকিস্তান প্রথম ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে ১৯৬৫ সালে, ভারত-পাকিস্তান যুদ্ধের জের ধরে। ওই নিষেধাজ্ঞা ২০০৮ সালে প্রত্যাহার করে নেয় পাকিস্তান।