ব্রিটিশ র্পালামেন্টে রোহিঙ্গাদের নিয়ে কথা বলবে ভয়েস ফর বাংলাদেশ

জাকির হোসেন সুমন,  ইতালী:
আর্ন্তজাতিক মানবাধিকার দিবস (২০১৬) উপলক্ষে ভয়েস ফর বাংলাদেশ ব্রিটিশ র্পালামেন্টে আগামি ১৩ ডিসেম্বর ২০১৬ মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের উপর গণহত্যা নিয়ে একটি আর্ন্তজাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে। উক্ত সেমিনারে উপস্থিত থাকবেন বৃটিশ পার্লামেন্টের এমপি, হাউজ অব লর্ডসের সদস্য, এমিনিস্টি ইন্টারন্যাশনালের প্রতিনিধি,  হিউমান রাইটস ওয়ার্চের প্রতিনিধি, আন্তর্জাতকি ল ইয়ার, সাংবাদিক, ইউরোপিয়ান কমিশনের প্রতিনিধি, সেমিনারে আয়োজক কমিটির কো অর্ডিনেটর লুতফুর রহমান লিংকন এর সাথে যোগাযোগ করে জানা যায় যে এই আর্ন্তজাতকি সম্মলেন থকেে রোহঙ্গিাদরে সমস্যা  বষিয়ে আর্ন্তজাতকিভাবে সমাধানরে তাগদি দয়ো  হবে ।