বৈধ্য প‌থে রে‌মি‌টেন্স প্রের‌নে মিলান কনসাল জেনা‌রেল

জাকির হোসেন সুমন ,  ইতালী  :ইতালী প্রবাসী‌দের বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করণের লক্ষ্যে ১২ মে শুক্রবার বিকেল ৫:৩০টায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান এর কনসাল জেনারেল রে‌জিনা অাহ‌ম্মেদ এবং কনস্যুলেটের সকল সদস্যসহ অানুষ্ঠানিকভাবে জনতা একচেঞ্জে গিয়ে দেশে রেমিট্যান্স প্রেরণ করেন। এসময় মিলা‌নের রা‌জনৈ‌তিক, সামা‌জিক, অাঞ্চ‌লিক ও ব্যবসা‌য়িক ব্য‌ক্তিত্ব উপ‌স্থিত ছি‌লেন এবং দে‌শে বৈধ্য প‌থে টাকা প্রেরন ক‌রে সাধারন প্রবাসী‌দের উৎসা‌হিত ক‌রেন।
ইতালী থে‌কে প্রবাসী‌দের কষ্টা‌র্জিত অর্থ বৈধ্য প‌থে দে‌শে পাঠা‌তে সর্ব প্রথম প্র‌তিষ্ঠান হিসা‌বে জনতা এক্স‌চেঞ্জ কোম্পানী ২০০২ সাল থে‌কে সফলতার সা‌থে কাজ ক‌রে যা‌চ্ছে। বাংলা‌দেশ সরকা‌রের জনতা ব্যাংক এর অঙ্গ প্র‌তিষ্ঠান জনতা এক্স‌চেঞ্জ এর মাধ্য‌মে প্রে‌রিত অর্থ রাষ্ট্রীয় গ্যারা‌ন্টি যুক্ত।

এসময় কনসাল জেনা‌রেল ব‌লেন, বৈধ্য প‌থে দে‌শে টাকা প্রের‌নে নি‌জে লাভবান হওয়ার পাশাপা‌শি দে‌শের অর্থ‌নৈ‌তিক অগ্রগ‌তি‌কে গ‌তিশীল করা সম্ভব।
‌ অাহ‌ম্মেদ অারও ব‌লেন, যে‌হেতু জনতা এক্স‌চেঞ্জ রাষ্ট্রীয় প্র‌তিষ্ঠান সে‌হেতু জনতা এক্স‌চে‌ঞ্জের মাধ্য‌মে টাকা প্রেরণ ক‌রে দে‌শের অর্থ‌নৈ‌তিক উন্নয়‌নে সরাস‌রি ভূ‌মিকা রাখ‌তে পা‌রেন।
এছাড়াও জনতা এক্স‌চে‌ঞ্জ মিলান শাখার ম্যানাজার কাজী এম‌ডি মিজানুর রহমান কনসাল জেনা‌রেল এর প্র‌তি কৃতজ্ঞতা জা‌নি‌য়ে ব‌লেন, অাজ‌কে এই অনুষ্ঠা‌নের মাধ্য‌মে প্রবাসীরা বৈধ্য প‌থে টাকা প্রের‌নে অাগ্রহ সৃ‌ষ্টি হ‌বে। যা‌তে দেশ এবং রে‌মিটার নি‌জে উপকৃত হ‌বে।
‌ অারও ব‌লেন, প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষ্যে প্রবাসী‌দের সহ‌যো‌গিতায় টাকা পাঠা‌নোর খরচ ক‌মি‌য়ে অানা হ‌বে। এতে ক‌রে প্রেরক স্বল্প খর‌চে দে‌শে অর্থ পাঠা‌তে পার‌বে অন্য‌দি‌কে দে‌শে রে‌মি‌টে‌ন্সের প্রবাহ বৃ‌দ্ধি পা‌বে।