বেলকুচিতে ২ সন্তানকে হত্যার চেষ্টা মায়ের

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আলাদা বাড়ী করে না দেওয়ায় স্বামীর সাথে অভিমানকরে নিজের সন্তান তাসলিমা (৮ মাস) ও আবু মুছা (৫) নামে দুই শিশুকে দুধের সাথে বিষ (তুতিয়া জাতীয় বিষ) মিশিয়ে হত্যার চেষ্টা করেছে পাষন্ড মা লায়সা বেগম (২৫)।
লায়সা বেগম উপজেলার রাজাপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামের ইউসুফ আলীর স্ত্রী। শিশু দুই সন্তানকে প্রথমে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পেরণ করে। বর্তমানে শিশু দুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রশিদ বলেন, ঘটনাটি আমি সুনেছি, শুক্রবার সকালে লায়সা বেগম তার দুই সন্তানকে দুধের সাথে তুতিয়া জাতীয় বিষ খাওয়ায়। তিনি আরও জানায়, কিছুদিন পূর্বে একন্য সংসার থেকে ইউসুফ আলীকে পৃথক করেদেয়। পৃথকের পর থেকে লায়সা বেগম তার স্বামীকে ঢাকায় চাকরী অথবা আলাদা বাড়ী করে দিতে বলে, তা না করায় অভিমান করে শিশু সন্তানকে হত্যার চেষ্টা করে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, এরকম অভিযোগ আমাদেও কাছে আসেনি অভিযোগ পেলে প্রয়োজনিয় ব্যবন্থা নেয়া হবে।