এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
কিভাবে লিখলে সবাই সাহায্যর জন্য এগিয়ে আসবে জানি না, তবে শুধু ছেলেটার পরিবারের কথা চিন্তা করুন, সেই মা-বাবার কথা চিন্তা করুণ, যদি আপনার ছোট ভাইয়ের এমন অবস্থা হত। তা হলে বসে থাকতে পারতেন না। আপনার ছোট ভাই মনে করে একটু সহযোগিতার হাত বারিয়ে দিন।
নাম আব্দুর রহমান জোয়াদ্দার বেলকুচি উপজেলার গাড়ামাসী গ্রামের আব্দুর হান্নান জোয়াদ্দারের ছেলে।
সে বিভিন্ন স্থানে চিকিৎসা করে এখন নিঃস্ব হয়ে পড়েছে। তার পক্ষে চিকিৎসা করানো খুবই কষ্টকর। দেশের হৃদয়বান ব্যক্তিগণ যার যার স্বাধ্যমত টাকা সাহায্য করলে তার পংগুত্ব হওয়া থেকে মুক্ত হবে।
আব্দুর রহমানের ৬ বছর পূর্বে ডান হাতে একটি টিউমার হয়। সে টিউমার ৩ বছর পূর্বে ঢাকার মিডফোর্ট সলিমুল্লাহ মডিকেল কলেজে অপারেশন করে। সে টিউমারটি আবার নতুন করে ধীরে ধীরে বড় হতে থাকে। পুনরায় প্রায় দের বছর পূর্বে আবার ঢাকার পংগু হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল কলেজ ও মহাখালী ক্যান্সার হাসপাতালের চিকিৎসক গণ পরিক্ষা করে “সাইনোবিয়াল সার্কোমা” নামে এক “ক্যান্সার” ভাইরাস্ শনাক্ত করেণ।
চিকিৎসক গণ বলেন, এ ভাইরাসের কারণে তার ডান হাতটি কেটে ফেলতে হবে। তাছাড়া অনেক টাকার বিনিময় উন্নত চিকিৎসার মাধ্যমে অপারেশন করানো হলে রহমানের হাতটা বাচানো যেতে পারে।
এর পর চলতি বছরের মে মাসের প্রথম দিকে ভারতের কলকাতায় নারায়ন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিলে তারা বলেন, সারে তিন লাখ টাকা খরচ করে অপারেশন করলে ভালো হওয়ার সম্ভবন হবে। কিন্তু এত টাকা তার পক্ষে যোগার করা সম্ভব না।
এ ব্যাপারে রুগী আব্দুর রহমান এ প্রতিবেদককে বলেন, বিভিন্ন স্থানে চিকিৎসা করে আমি এখন নিঃস্ব হয়ে পরেছি। যার যার অবস্থান থেকে যে যাই পারেন আমাকে সহযোগিতা করুন। আমার পংগুত্ব থেকে রক্ষা করুণ। এক মাসের মধ্যে আমার ডান হাত অপারেশন করতে হবে। তা না হলে আমার হাতটা কেটে ফেলতে হবে। আমার কাছে টাকার অংকে সারে ৩ লাখ টাকা অনেক বড় এমাউন্ট।