বেলকুচিতে সবুজ সেনা সংঘের বিজয় উৎসব

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সুবর্ণসাড়া সবুজ সেনা সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের মাসে মনোজ্ঞ সাংস্কৃুতক অনুষ্ঠান, নাটিকা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে বেলকুচি পৌর এলাকার সুবর্ণসাড়া সবুজ সেনা সংঘ সংলগ্ন মাঠে উক্ত বিজয় উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সংঘের সভাপতি এনামুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর কাউন্সিলর আলহাজ আব্দুল সোবাহান মন্ডল, পৌর আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মীর সেরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার আলহাজ আমিনুল হক, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহাদৎ হোসেন মুন্না, বেলকুচি উপজেলা আওয়ামীলী যুবলীগের যুগ্ন-আহব্বায়ক তারেক সরকার, সবুজ সেনা সংগের সাধারণ সম্পাদক ইত্বেখাইরুল সোহাগ প্রমুখ।