বেলকুচিতে মুক্তিরাহী সমাজ কল্যান সংস্থার প্রকল্প অবহিতকরণ সভা ও কমিটি গঠন

বেলকুচি(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মুক্তিরাহী সমাজ কল্যান সংস্থার (এমএসকেএস) প্রকল্প আওতায় যুবকদের সক্ষমতা বৃদ্ধি করে যুব সংগঠন তৈরি বিষয়ক অবহিতকরণ সভা ও ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার  দুপুরে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে একশন এইড এর সহযোগিতায় ও মুক্তিরাহী সমাজ কল্যান সংস্থার (এমএসকেএস) বাস্তবায়নে আয়োজিত সভায় ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাষানীর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিরাহী সমাজকল্যান সংস্থার প্রধান উপদেষ্টা  কৃষিবিদ মেহেদী হাসান। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান হযরত আলী, ইউপি সদস্য শাহআলম মন্ডল, খলিলুর রহমান মোফাজ্জল, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী, মু্িক্তরাহী সমাজকল্যান সংস্থার নির্বহী পরিচালক শহিদুল ইসলাম, প্রজেক্ট কো-অর্ডিনেটর ইমরান হোসেন, ফিল্ডফ্যাসিলিটর মাহমুদুল হাসান, ফিল্ডফ্যাসিলিটর আমিনা খাতুন প্রমুখ। এসময় ইউপি সদস্য-সদস্যবৃন্দ, সাংবাদিক, মুক্তিরাহী সমাজ কল্যান সংস্থার কর্মকর্তাবৃন্দ ও প্রকল্পের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।