বেলকুচিতে মানবাধিকার দিবস পালিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ইউকে এইড ও সিএলএস’র অর্থায়নে লাইট হাউস বগুড়া-র সহযোগিতায় এনডিপি কর্তৃক বাস্তবায়িত ইমপ্রুভড্ জাস্টিস এন্ড লিগ্যাল এইড সার্ভিসেস (ইজলাস) প্রকল্পের আওতায় “অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ করি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা বিশ্বের ন্যায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস’২০১৬ উদ্যাপিত হয়। এ উপলক্ষ্যে সংস্থা কর্তৃক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আহমেদ আব্দুল্লাহর সভাপতিত্বে ও এনডিপি-বেলকুচি উপজেলা সিএলএস-ইজলাস প্রকল্পের কো-অর্ডিনেটর, ফজল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বেলকুচি থানার এস.আই মহিদুল ইসলাম, এনডিপি সৌহার্দ্য-৩ প্রকল্পের টেকনিক্যাল অফিসার (এ্যাম্পাওয়ারমেন্ট) কামরুন্নাহার লাভলী, মুসলিম এইড বাংলাদেশ এর বেলকুচি প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিবৃন্দ, সিপিএফ সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, প্রকল্পের উপকারভোগী এবং ইজলাস প্রকল্পের সকল কর্মী। আলোচনা সভায় বক্তাগণ মানবাধিকারের বিভিন্ন দিক তুলে ধরেন। উপজেলার মানবাধিকারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। মানবাধিকারের বিষয়গুলো শুধু মানবাধিকার দিবসের আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে।