বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাধ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সদর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ও বেলকুচি থানার উদ্যোগে অপরাধ দমন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলার সদর ইউনিয়নের বেলকুচি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সদর ইউনয়নের সাবেক চেয়ারম্যান গাজী নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি থানার এস আই শরিফুল ইসলাম, কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা আব্দুল হামিদ, ইউনিয়ন পরিষদের সদস্য লিটন আহাম্মেদ, নজরুল ইসলাম, সাবেক সদস্য সোরহাব আলী প্রমুখ।
এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইমাম, স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সুশিলসমাজ, সাংবাদিক ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।