বেলকুচিতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসানের হস্তক্ষেপে বাল্য বিবাহের অভিশাপ থেকে মুক্তি পেলেন স্কুল ছাত্রী হ্যাপি খাতুন (১৩)।
শুক্রবার রাতে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বানিয়াগাতী গ্রামের অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ করেন। স্কুল ছাত্রী হ্যাপি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বানিয়াগাতী গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ও স্থানীয় এসএন একাডেমী স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেনীর ছাত্রী।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে স্কুল ছাত্রী হ্যাপির পরিবার গোপনে তার বিয়ের ব্যবস্থা করে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ করে। এসময় বর-বরযাত্রী ও ছেলে এবং মেয়ের পরিবারের সদস্যরা পালিয়ে যায়।