অনলাইন ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার সময় আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি বলেন, ‘আদালতের উদ্দেশ্যে সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রওনা হওয়ার কথা রয়েছে।’
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়, ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান রায় ঘোষণা করবেন। এ মামলার অন্যতম আসামি খালেদা জিয়া।