নিজস্ব প্রতিবেদক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জ যাচ্ছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন সিইসি। ওই দিন সকাল ১০টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব (সংস্থাপন-২) লুৎফুল কবীর সরকার স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ ডিসেম্বরের নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন সিইসি। সবার সঙ্গে নির্বাচন বিষয়ে আলোচনা করবেন তিনি।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জ সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির সাখাওয়াত হোসেন খানসহ মেয়র পদে মোট সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।