নাজমা আক্তার
ভালবাসি ভালবাসি শুধু ভালবাসি,
ভালবাসি শুধু তোমাকে।
ভুলতে পারবোনা আমি তোমাকে।
দোহায় লাগে বলোনা আমায়,
তোমায় ভুলে থাকতে।
পারবোনা আমি ভুলতে তোমারই,
সুর মূর্ছনা ছাড়াতে।
ভুলতে পারবোনা বলোনা আমায়,
সাত সমুদ্র পাড়ি দিতে।
পারবোনা আমি অাঁকাবাঁকা পথে,
দূর সীমানা পাড় হতে।
পারবোনা আমি শরতের রূপে,
একা রঙ খেলা খেলতে।
ভুলতে পারবোনা বলোনা আমায়,
শিশির ভেজা পায়ে হাটতে।
পারবোনা আমি ভুলতে তোমার,
শিউলি মালা ছিড়ে ফেলতে।
দোহায় লাগে বলোনা আমায়,
শুকতারা হারা বাঁচতে।
ভালবাসি ভালবাসি শুধু ভালবাসি,
ভালবাসি শুধু তোমাকে।