ক্রীড়া ডেস্ক:
ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার পর এখনও পুরোপুরি সুস্থ নন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। মাঝে মধ্যে কাঁধের ব্যথাটা জানান দেওয়ায় আবারও বিশ্রাম দেওয়া হলো তাকে। এর আগে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল কাটার মাস্টারকে। তবে তার পরিবর্তে দলে ফিরেছেন প্রথম দুই টি-টোয়েন্টিতে একাদশে স্থান না পাওয়া তাসকিন আহমেদ।
জানা গেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে মোস্তাফিজের পরিবর্তে মাঠে নামবে তাসকিন।
ইতিমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের মতো হোয়াইটওয়াশের শঙ্কা এখন টাইগরা শিবিরে। যদিও দ্বিতীয় ম্যাচে তিনি উইকেট পাননি তবু দলে মোস্তাফিজের থাকাটা একটা অন্যরকম শক্তি। যাহোক, তার বদলে মাশরাফির সঙ্গে এবার বোলিং আক্রমণ শুরু করতে যাচ্ছেন তাসকিন আহমেদ।
ইনজুরির কারণে প্রায় ৬ মাস মাঠের বাইরে ছিলেন দ্য ফিজ। ঘরের মাঠে আফগানিস্তান আর ইংল্যান্ড সিরিজ মিস হয় তার। মিস হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চতুর্থ আসর। নিউজিল্যান্ড সিরিজে মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত মাঠে নামেন তিনি।
এক ম্যাচ বিশ্রাম নিয়ে এরপর টানা তিন ম্যাচে মাঠে নামেন মোস্তাফিজ। বাংলাদেশ ক্রিকেটের এই সম্পদের ওপর বেশি চাপ দিতে নারাজ টিম ম্যানেজম্যান্ট আর চিকিৎসকরা।