বিএনপি নেতা মিলন চট্টগ্রামে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, চাঁদপুরের কচুয়ার প্রাক্তন সংসদ সদস্য ও প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর চকবাজার থানার চট্টেশ্বরী রোডের ‘মমতাজ ছায়ানীড়’ নামের একটি বাসা থেকে চাঁদপুর ও সিএমপির গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে চাঁদপুর নিয়ে যাওয়া হয়।

চাঁদপুর জেলার অ্যাডিশনাল এসপি মিজানুর রহমান এহসানুল হক মিলনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।