কুষ্টিয়া প্রতিনিধি:
বিএনপিকে জঙ্গি উৎপাদনের কারখানা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপনগরের নিজ বাস ভবনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি হচ্ছে জঙ্গি উৎপাদন ও পুনরুৎপাদনের কারখানা। তারা জঙ্গি উৎপাদন ও রক্ষা করার বদভ্যাস ত্যাগ না করলে ছোট খাটো জঙ্গি উৎপাত চলতেই থাকবে।
জাসদ সভাপতি ইনু বলেন, ইউরোপ-আমেরিকার চেয়ে বাংলাদেশ জঙ্গি দমনে অনেকটাই এগিয়ে, সে কারণে আমারা শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। কিন্তু কখনও স্বীকার করিনি যে জঙ্গি দমনের যুদ্ধ শেষ হয়েছে।
তিনি বলেন, আমরা এখনও জঙ্গি দমনের যুদ্ধেই আছি। সুতরাং প্রকাশ্যে যারা জঙ্গির উৎপাত বা আক্রমণ করছে তার পিছনে যারা আছে, তাদের সবাইকেই আমরা বিচারের সম্মুখীন করব।
তথ্যমন্ত্রী বলেন, আমি মনে করি এই জঙ্গির উৎপাত নিয়ন্ত্রণ করতে সক্ষম হতাম যদি বেগম খালেদা জিয়া প্রকাশ্যে জঙ্গিদের সঙ্গ ত্যাগ করতেন। আমরা মনে করি জঙ্গি দমনও করব এবং জঙ্গির সঙ্গী ও প্রধান পৃষ্ঠপোষক যারা তাদেরকেও বিচারের সম্মুখীন করব।
মন্ত্রীর সঙ্গে এসময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তিমনি চাকমা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।