বাবার আলিঙ্গনে বাঁচলো মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলে বাবার শেষ আলিঙ্গনের বদৌলতে বেঁচে গেছে তিন বছরের এক শিশু।চারটি ছয়তলাবিশিষ্ট ভবন ধসের ১২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার চীনা সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।সোমবার ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝুতে চারটি ভবন ধসে পড়ে। এ ঘটনায় নিহত হয়েছে ২২ জন। নিহতদের বেশিরভাগই শ্রমিক এবং তারা ওই ভবনের বাসিন্দা।মঙ্গলবার প্রাচীর স্তম্ভের নিচ থেকে উদ্ধার হয় ২৬ বছর বয়সী এক জুতা কারখানা শ্রমিকের মৃতদেহ। নিজের শরীর দিয়ে কন্যা উ নিংজিকে ঢেকে রেখেছিলেন ওই ব্যক্তি। মেয়েটি প্রাণে বাঁচলে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়েছে তার বাবাকে। ভবন ধসের কারণে পুরো পরিবারটিই ধ্বংস্তুপের নিচে চাপা পড়েছিল। বাবা-মেয়ের কাছ থেকে একটু দূরেই পড়েছিল মায়ের মৃতদেহ।চায়না ইয়ুথ ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে এক উদ্ধারকর্মী বলেন, ‘বাবার চেষ্টাতেই শিশুটি বেঁচে গেছে। মৃত্যুর আগ পর্যন্ত বাবা তার নিজের রক্ত-মাংস বিসর্জন দিয়ে মেয়েকে সুরক্ষার চেষ্টা চালিয়ে গেছেন।’