বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় ভূমি জরিপের বাগধা ক্যাম্পের কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূনীর্তির অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে ভুক্তভোগীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের নির্দেশও উপেক্ষা করা হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের ভূমি জরিপের আপত্তি কার্যক্রম গত ৯ মে থেকে বাগধা ইউনিয়ন কার্যালয়ে শুরু হয়েছে। শুরু হওয়ার পর থেকে ওই ক্যাম্পে দালালদের সংখ্যা বেড়ে যায়।
আপত্তিতে সরকারী নিয়ম রয়েছে ৪০টাকার রেবিনিউ দেয়ার। ওই মৌজার বাহিরে হলে ৬০টাকার রেবিনিউ দেয়ার। কিন্তু সরকারী নিয়ম উপেক্ষা করে দালালদের মাধ্যমে ক্যাম্পের কর্মকর্তা উপজেলা সেটেলমেন্ট সার্ভেয়ার মফিজুর রহমান প্রতিটি আপত্তি কেসে ৫শত টাকা করে নিচ্ছে। ওই দালালদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাধান বাড়ৈ, রহিম মোল্লা, করিম সরদার, জাহাঙ্গীর মিয়া প্রমুখ। ওই টাকা অফিসের পরে দালাল ও কর্মকর্তারা ভাগাভাগি করে নেয়। একাধিক ভুক্তিভোগীরা সাংবাদিকদের জানান, ৫শত টাকার কম দিলে দালালরা কাজ করেন না।
দালাল ছাড়া আপত্তি কোস জমা নেয়া হয় না। এ ঘটনা জেনে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রি ওই স্থানে কাজ করা লোকদের ৩শত টাকা করে প্রতিটি আপত্তি কেসে নেয়ার জন্য বলে দেয়। তার নির্দেশ উপেক্ষা করে ৩ শত টাকার পরিবর্তে ৫শত টাকাই নেয়া হচ্ছে। এ ব্যাপারে ওই ভূমি জরিপের বাগধা ক্যাম্পের কর্মকর্তা মফিজুর রহমান সাংবাদিকদের জানান, সরকারী নিয়মের বাহিরে কেউ টাকা দিলে আমার কিছু করার নেই। আমি কারো কাজ থেকে কোন টাকা নিচ্ছি না।