অর্থ ও বাণিজ্য ডেস্ক:
দেশীয় উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরার জন্য দেশে এলো বাংলাদেশ ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল (বিডিটিডিসি) নামে একটি প্রতিষ্ঠান। বিশ্বের যে কোনো দেশের সাথে এ দেশের ব্যবসায়ীদের ব্যবসায়ীক সকল তথ্য এবং সুবিধা দিবে এই প্রতিষ্ঠান। এরই মধ্যে অনলাইন (www.bdtdc.com) সেবা দিতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জনাব কাজী আহমেদ বলেন, বিডিটিডিসি অনেকটাই অনলাইন মার্কেটের রাজা আলিবাবার মত। প্রতিষ্ঠানটি এদেশের ব্যবসায়ীদের সাথে বিদেশি বায়ারদের সাথে সখ্যতা গড়ে তুলতে সহায়ক হবে।
তার ভাষ্যমতে, শুধুমাত্র সুন্দরভাবে উপস্থাপনের অভাবে বাংলাদেশ থেকে বিদেশিরা মুখ ফিরিয়ে নিচ্ছে এবং সাম্প্রতিক সময়ে বিদেশিরা এদেশে কাজ দেওয়ার ভরসা পাচ্ছেন না। তাই বিদেশি বায়ার এবং এদেশের ব্যবসায়ীদের মাঝে বিডিটিডিসি একটি সেতুবন্ধন হয়ে কাজ করবে।
বিডিটিডিসিতে অন্তর্ভুক্ত সদস্যবৃন্দ বায়ার পাবার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এখনে ১০০০-৩০০০ ডলারের মাধ্যমে তিন স্তরে সদস্য হবার সুযোগ রয়েছে।
বাংলাদেশের পোশাক, হস্তশিল্প, প্লাস্টিক, সফটওয়্যার, খাদ্য ইত্যাদি পণ্য যারা উন্নত দেশে রপ্তানি করতে চায় তাদেরকে বায়ার ও অন্যান্য তথ্য দিয়ে সাহায্য করছে প্রতিষ্ঠানটি।