বর্তমান সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয়: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন হলো গণতন্ত্রের ভিত্তি। কিন্তু বর্তমান সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয়। আজ শুক্রবার দুপুরে রংপুর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, নির্বাচন কমিশনের জন্য আইন প্রয়োজন আছে। কিন্তু সরকার যেহেতু তাদের মতো করে আাইন করে সে কারণে আমরা প্রস্তাবনায় নির্বাচন কমিশন গঠনে আইনের ব্যাপারে বলিনি। তবে আমাদের কাছে নাম চাইলে আমরা সার্চ কমিটি গঠনে নামের প্রস্তাবনা দেব।

জেলা পরিষদ নির্বাচন নিয়ে তিনি বলেন, যেহেতু এ নির্বাচন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সেজন্য বিএনপি তাতে অংশ নেয়নি।