বরিশাল প্রতিনিধিঃ বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মো. নূর আলমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন একজন সংবাদকর্মী। বৃহস্পতিবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে এ মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক মো. আনোয়ারুল হক অভিযোগ আমলে নিয়ে বরিশাল দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলাটি দায়ের করেন বরিশালের স্থানীয় ‘দৈনিক আজকের সময়ের বার্তা’ পত্রিকার স্টাফ রিপোর্টার কাওছার মাহমুদ মুন্না।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল বিকেলে ডিবি পুলিশ নগরীর কাউনিয়া পেছনের স্কুল সংলগ্ন আবদুল্লাহ আল মামুন’র বসতঘরে মাদক বিক্রির অভিযোগে অভিযান চালায়। তবে ডিবি’র এসআই নূর আলম অভিযুক্ত মামুনের পক্ষ নিয়ে তার ভাই জাহাঙ্গীর হোসেন তালুকদার ও ভাবীকে মারধর করে এবং স্বর্ণের চেইন ও ঘড়ি নিয়ে যায়।
খবর পেয়ে সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে যান বরিশালের স্থানীয় পত্রিকা দৈনিক আজকের সমেয়ের বার্তা পত্রিকার সংবাদকর্মী কাওছার মাহমুদ মুন্না।
এ সময় দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকার পরিচয় দিলে এসআই নূরে আলম সাংবাদিক মুন্নাকে বসতঘরের একটি কক্ষে আটক করে বেদম মারধর করেন।
একপর্যায়ে তার কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন, না হলে তাকে ইয়াবা দিয়ে মামলা দেয়ার হুমকি দেয়া হয়। এরপর তাকে ১৮ হাজার টাকা ঘুষ দিয়ে তার হাত থেকে মুক্ত হতে হয়।ঘুষ নেয়ার বিষয়টি কাউকে না বলার জন্য ক্রসফায়ারে দেয়ার ভয় দেখানো হয়।
উল্লেখ্য সম্প্রতি ডিবি’র এই এসআই নূর আলমের নগরীর কাশীপুর এলাকার বাসা থেকে তার ২য় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
ওই ঘটনায় গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকায় ওই এসআই’র বিরুদ্ধে যৌতুকের দাবিতে হত্যা করে লাশ ঝুলানোর সংবাদ প্রকাশ করে। তবে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ দাবি করে এসআই নূর আলম বাদী হয়ে ‘দৈনিক আজকের সময়ের বার্তা’ পত্রিকার সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছিলেন।