বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক : রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। এছাড়া উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার।

এই ভবনটিতে অনেক বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ভবনে অনেক মানুষ এখনও আটকে আছেন। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

২২ তলা ওই ভবনের নয়তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ওপর থেকে লাফিয়ে পড়ে অনেকে আহত হয়েছেন। এছাড়া অনেকে কাঁচ ভেঙে দেয়াল বেয়ে নিচে নামার চেষ্টা করছেন।

ভবনটির আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাৎক্ষণিককভাবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।