বগুড়ায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সোনাতলা উপজেলায় পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ওই লাশ উদ্ধার করা হয়। লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়া ইউনিয়নের বালুয়াহাট দারুল উলুম কওমি হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বেডিংয়ের পরিত্যক্ত পুকুরে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ দুপুরে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে। লাশের পরনে জ্যাকেট ও লুঙ্গি ছিল।
স্থানীয়দের ধারণা, ৩-৪ দিন আগে অন্য কোনো এলাকা থেকে ওই ব্যক্তিকে হত্যার পর লাশ ফেলে রেখে যেতে পারে।
সোনাতলা থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, লাশের শরীর পচে ফুলে গেছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। আর লাশের পরিচয় সন্ধানের চেষ্টা চলছে।