ফেনীতে মা-মেয়ে হত্যার ঘটনায় আটক ২

ফেনী প্রতিনিধি :
ফেনীতে মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে ফুলগাজী থেকে তাদের আটক করা হয়।

আটকৃত একজন নিহত সাথীর প্রাক্তন স্বামী রিমনের বন্ধু রাজু। তদন্তের স্বার্থে অন্যজনের নাম জানায়নি পুলিশ।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মোর্শেদ দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে তাদের ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া যাবেনা বলে তিনি জানান।

এর আগে বুধবার রাতে মা বিবি ফাতেমা সাথী ও মেয়ে ইসমার তোষকে মোড়ানো রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ওইদিন রাত ৮টার দিকে মা-মেয়েকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এদিকে ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় ও পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার বুধবার রাতে মা-মেয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।