ফিতরা নির্ধারণ বৃহস্পতিবার

সরকারিভাবে এ বছরের ফিতরার হার নির্ধারণ করা হবে বৃহস্পতিবার।

এ বিষয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে বৈঠক ডেকেছে ফাউন্ডেশনের ফিতরা নির্ধারণ কমিটি। সভায় কমিটি সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রতি হিজরি বর্ষে ফিতরার পরিমাণ নির্ধারণ করে ইসলামিক ফাউন্ডেশন। গত বছর ফিতরার পরিমাণ ছিল জনপ্রতি সর্বনিম্ন ৬৫ টাকা।

গম, আটা, খেজুর, কিসমিস, পনির ও যব ইত্যাদি পণ্যের যেকোনো একটির মূল্য ধরে ফিতরা দেওয়া যাবে।

প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবা বা অভিভাবককে এই ফিতরা দিতে হয়। ঈদুল ফিতরের নামাজের আগেই দিতে হয় এই ফিতরা।