কে. এম. রুে বল, ফরিদপুর
ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের ১৩টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে স্কিল কম্পিটিশন উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়। র্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরাদুল হক, ফরিদপুর ইনস্টিটিউিটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, উপাধ্যক্ষ আনোয়ারুল কবির, মাজহারুল আমিন, সুবদেব কুন্ডু, মো. ইচাহাক মিয়া, মো. আনোয়ার হোসেন।
র্যালী শেষে ইউনিষ্টিটিউটের অডিটরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়।
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরাদুল হক। সেমিনারে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পরিচালক (কারিকুলাম) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর মো. আক্তারুজ্জামান, উপাধ্যক্ষ আনোয়ারুল কবির, মাজহারুল আমিন, সুবদেব কুন্ডু, মো. ইচাহাক মিয়া, মো. আনোয়ার হোসেন। সেমিনার শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উদ্ভাবিত প্রজেক্ট পরিদর্শন করেন।